আমার কুরআন দর্শন

মানবতার শান্তি, উন্নতি ও মুক্তির সনদ ঐশীগ্রন্থ আল-কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। এর প্রতিটি শব্দের পরতে পরতে মানব কল্যাণের কথা নিহিত রয়েছে। এই কুরআনের প্রতিটি বাক্য ও শব্দ গভীর তাৎপর্যপূর্ণ। তাই যুগ যুগ ধরে এর গভীর মর্মার্থ উদ্ধারে মুসলিম মনীষীরা সাধনা করছে। কুরআন ইসলামের ধর্মীয় বিশ্বাসের মূল উৎস, ধর্মের রুহ ও মানব আত্মার সঞ্জীবনী। তাই প্রত্যেকের জন্য কুরআন বোঝা, কুরআনের মর্ম অনুধাবন করা এবং যে লক্ষ সামনে রেখে মানবজাতিকে কুরআন দান করা হয়েছে তা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টায় সচেষ্ট থাকা ।
মুরাকাবা: আত্মোপলব্ধির অনন্য এক পন্থা

মুরাকাবা বা ধ্যানের মাধ্যমে মানুষ আত্মনিমগ্ন হয়ে তার এ বিশাল সম্ভবনাকে জানতে পারে। সে তার স্রষ্টাকে চিনতে পারে যথাযথভাবে। তার নামাজে প্রতিটি সেজদা পরিণত হয় মেরাজে। সে ইনসানে কামেল বা পরিপূর্ণ মানুষ হওয়া পথে অগ্রসর হয় । হুদরিল কলব বা একাগ্রচিত্ত ছাড়া নামাজ কবুল হয় না। শুধু রুকু সেজদা দিলে, সুরা কেরাত পড়লে নামাজ হয় না। নামাজের জন্য প্রয়োজন হুদরিল কলব। তাই যারা ইবাদত বন্দেগিতে একাগ্রচিত্ত হতে চান। মুরাকাবা তাদের চমৎকারভাবে সাহায্য করবে। নামাজ ঠিকভাবে পড়ার জন্য মনোযোগ প্রয়োজন। আর মুরাকাবা মানুষের মনকে বর্তমানে নিয়ে আসে।